সাত সকালে

-কাজী সেলিনা মমতাজ

⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒

ভোরের সূর্য বলল সাগর কেমন আছো সাত সকালে,

সাগর , ভালো আছি জানিনা কেমন থাকবো বিকালে।

নিয়তির খেলা নিত্য ললাটে আমাদের খেলে যায়,

দিবসের সূর্য রাতের চাঁদ রয়ে যায় ধরণির অপেক্ষায়।

আঁখির আড়ালে কত সলিল, তবু মাঝি তরি বেয়ে যায়,

সারাদিন ক্লান্তির পর বাড়ি ফেরে বর্ষার সন্ধ্যায়।

পদ্ম কমল স্নান করে দিবস কিংবা রাত্রির জলে,

কেবা বলতে পারে কত অশ্রু সেই জলেতে ফেলে।

জিঞ্জির ছিঁড়ে পাখি উড়ে যায় আকাশের সীমানায়,

মিছে মায়া দিয়ে বাঁধো কেন কান্দি এখন আঙিনায়।

সুখ সুখ করে কাঁদলে অভিমানে ভরে মনের দিবস,

যাহা পেয়েছি কাছে তাই হোক মনের বিলাস।

⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

কাজী সেলিনা মমতাজ শেলী পিতাঃ মৃত কাজী মাহবুবুর রহমান, মাতাঃ মৃতা সৈয়েদা আবেদা খাতুন,জন্মস্হানঃ কলারোয়া,সাতক্ষীরা, বসবাসঃ কপিলমুনি বাজার,খুলনা। স্বামীঃ শেখ আব্দুস সবুর। পেশাঃ গৃহিনী। কবিতা লেখা সেই ছোট বেলা থেকে, নানা জাতীয় ও স্হানীয় পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*