ছক্কা চালি

-আবুল হাসমত আলী

⇔⇔⇔⇔⇔⇔⇔

পৃথিবী তো বৈচিত্রময়;

আছে অনেক রূপ মধুময়।

আকাশ সেথা উজ্জ্বল বর্ণের;

দেখি যে তা নানা রঙের।

পাহাড়-পর্বত সবুজ দৃশ্য;

সবে মিলে সুন্দর বিশ্ব।

এই পৃথিবী মনোরম ভাই;

কারো সাথে তুলনীয় নয়।

পশুপাখি আছে যারা;

বিচিত্র যে ভীষণ তারা।

সবাই তারা সদলবলে;

বাস করে এই ধরা তলে।

প্রত্যেক জাতির কাছে আবার;

বৈচিত্র্য যা চোখে পড়ার।

সেই রকমের কিছু কথা;

যা রয়েছে মনে গাথা।

সত্য কিনা বুঝতে হবে;

ভাবের দ্বারা অনুভবে।

বিচিত্র এক প্রাণী রাজ্য;

সত্যি নয় তা কল্পরাজ্য।

সেথা পাখি রকমারি;

উন্নত এক জীবন গড়ি।

পড়াশোনা জ্ঞান-বিজ্ঞানে;

আধুনিক যে খুব মননে।

তবু তারা খুব সেকেলে;

সব মানে না যুক্তি বলে।

হয়তো কিছু যুক্তি আছে;

তা তো আছে মনের মাঝে।

যৌক্তিক হোক বা অযৌক্তিক তা;

সবার আছে স্বাধীনতা।

কিন্তু যারা কূটকৌশলী;

তাদের ঘিরে ছক্কা চালি।

তাই নিয়ে তো কোন্দল সদা;

একে অপরে ছেটায় কাদা।

চাপা পরে জ্ঞানের চর্চা;

উচ্ছন্নে যায় কর্মে বাঁচা।

হাল্লা করে দলের তরে;

দলবাজিতে জীবন মরে।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

আমি, আবুল হাসমত আলী, পিতা- শেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠু শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*