তুমি পুরুষ
-মানস দেব
⇔⇔⇔⇔⇔⇔
তুমি পুরুষ
পুরুষকে কিন্তু কাঁদতে নেই ।
তোমাকে হতে হবে পাথরের মতো আবেগ হীন ।
তুমি পুরুষ
তোমায় পড়াশোনায় হতে হবে ভালো
বড় হয়ে তুমি হবে পরিবারের মহান আলো ।
তুমি পুরুষ
সংসারের দায়িত্ব সম্পূর্ণ তোমার কাঁধে
” পারবো না ” – শব্দটা তোমায় নাহি সাজে ।
তুমি পুরুষ
শত পরিশ্রমেও হলে চলবে না ক্লান্ত
পরিশ্রমের মাপকাঠিতেই তুমি থাকবে জীবন্ত ।
তুমি পুরুষ
তোমার রোজগারের পাল্লা হতে হবে ভারি
নইলে সংসারের সব ভাব হবে যে আড়ি ।
তুমি পুরুষ
মুখ বুজে তোমায় সহ্য করতে হবে জ্বালা-যন্ত্রণা
অদৃষ্টও তোমায় দেবেনা বাঁচার মন্ত্রনা ।
তুমি পুরুষ
শৌর্য – বীর্য তোমার জাত ধর্ম
ভীরুতা কখনোই নয় যে তোমার কর্ম ।
তুমি পুরুষ
তুমি সকলকে জানাবে সর্বদা সম্মাননা
সমাজ যতই করুক না কেন তোমায় অবমাননা ।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি –
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । কর্মসূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী ।