শিশিরের জন্য
-অনিতা মুদি
♦♦♦♦♦♦♦♦
সবুজ ঘাসের ঠোঁট প্রান্তে
জ্বলছে ওটা কি ?
কাল্পনিকের দাবানলে
ঢালছে যেন ঘি ।
হাসতে থাকে মন,
খেয়ালে কবির লেখা পাতা,
পর্যটকের প্রাণ ভরে দেয় তার,
ঠেকায় ঘাসে মাথা।
বিন্দু বিন্দু মুক্তো ফোটা
পড়ে কাহার জন্য ?
ধরা পৃষ্ঠে গয়না পেয়ে
সবুজ চাদর ধন্য ।
প্রভাত বেলা পূর্ব প্রান্তে
রবির প্রকাশ হলে,
রামধনুরা খেলতে থাকে
প্রতিটি ঘাসের কোলে ।
শীতল ছোঁয়ায় শিহরিত মন
কল্পনা দেয় সাড়া ।
খাতার পাতায় ছেড়ে দিয়েছি
হৃদয় যক্ষ ঘোড়া ।
চলতে থাকুক সাহিত্যিকের
শিশির নিয়ে লেখা ।
মনে রাখুক প্রেমিক – প্রেমিকা,
সকাল বেলার সেই দেখা ।
♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি :
আমি অনিতা মুদি । পিতা সাধন মুদি ও মাতা মমতা মুদি । আমাদের নিজস্ব বাড়ি আদ্রার কালিকেন্দ নামক গ্রামে । কিন্তু বর্তমানে আমরা সাওতালডি নামক জায়গায় বসবাস করছি । আমার কবিতা লেখতে ও পড়তে খুবই ভালো লাগে ।