মাছ ভাত

-পরাগ ভট্টাচার্য

◊◊◊◊◊◊◊◊

মা,ভাত দে তুই আমাকে

বড্ডো খিদে পেয়েছে

মা,পেটে যে আগুন জ্বলে !

এই তো বাছা আঁচ দিই

এই তো ভাত বসাচ্ছি

একটুখানি উনুন জ্বালি !

মা,ভাত কি হয়েছে

এবার আমায় খেতে দে

মরে যাবো নইলে !

এই তো বাছা হয়েছে

খেতে বস এবারে

শাক ভাজা দিয়ে !

মা,শুধু শাক দিয়ে

রোজ রোজ কি

ভালো লাগে খেতে !

আজ বাছা খেয়ে’নে

কাল মাছ দেবো এনে

বাবু বলেছে কাল টাকা দেবে !

বাছা,শুধু রাতটুকু তোকে

একা থাকতে হবে

পারবি তো থাকতে ?

মা,নিশ্চই পারবো থাকতে

তবু তো মাছ পাবো খেতে

কতদিন মাছ পাইনি খেতে !

বাছা,এবার আয় কোলে

কতদিন যে তোকে

চুমু খাইনি ভালোবেসে !

মা,জল কেন তোর চোখে

বাছা, এমনি যে জল আসে

হয়তো কয়লা পড়েছে চোখে !!

◊◊◊◊◊◊◊◊

কবি পরিচিতি :

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় খড়দায় জন্ম । এখানে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়া । তারপর কলকাতায় চলে যাওয়া । ওখানে চল্লিশ বছর কাটিয়ে অবসরের পর আবার খড়দার নীলাচলে ফিরে আসা । ছোট বেলা থেকেই লেখার অভ্যাস । কোলকাতার চতুষ্কোন পত্রিকায় ও এখানে অমর্ত্য পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয় l এখন গান আর কবিতায় যাপন l

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*