লুণ্ঠিত ভালোবাসা

-তৌহিদা  জাহান লিপি

♠♠♠♠♠♠♠♠

অনেক মূহুর্ত আমি

জীবনে করেছি ক্ষয় !

বুঝিনি মূল্য কখনও

যদিও সময় অনন্ত —–

তবু প্রেম অনন্ত নয় !!

তোমায় ভালোবেসে

মূহুর্তে ফিরে এসে —–

বুঝেছি এ হৃদয় মোর

অকূলেই জেগে রয়!

ঘড়ির সময়, কিম্বা মহাকাল ?

যেখানেই রাখি এ হৃদয় ——“‘

সেখানে ঝাউবন করে খেলা —“”

হলুদ,সবুজ আর নীল রঙের

মাখামাখির হয়ে যায় মেলা !! “

পাখি,মেঘ,রৌদ্রের আহবানে,

তবুও আজ এ হৃদয় কেন ——?

শুধু শূন্যতায়ই ডুবে রয় ! “””

মানবতা আজ কেন অন্ধ হায় ——

শত শতাব্দীর শত ছিদ্রতায় ! “

শত বর্ষের আলোকের খোঁজে,

আজ অনবরত সে চলে যায় ! “

এখানে শীতল বাতাসের মৃদুমন্দ উষ্ণতায়!

কামিনী ফুলের সুবাস ছড়ায় বারোমাস !

তবুও এ ভালোবাসা লুণ্ঠিত হবার নয়,

———-দিয়ে যায় তারই আভাস !! “”

♠♠♠♠♠♠♠♠

কবি পরিচিতি :

আমি তৌহিদা জাহান লিপি। ঢাকায় বসবাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স। বর্তমানে একটি বেসরকারি কলেজে কর্মরত আছি।আমি কবিতার পাতা পরিবারের মডারেটর। কবিতার পাতা পরিবারের সকল সম্মানিত কবি ও পাঠকবৃন্দদের  ফাল্গুন ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা! ”

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*