জীবনে বেঁচে থাকতে হবে
-বিকাশ চন্দ্র মণ্ডল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
আত্মহনন নয় জীবনের একমাত্র সঠিক পথ
এর থেকেও ফিরে আসা যায় – – –
ডাইরির পাতায়, ফেলে দেওয়া খাতার সাদা পাতায়
লিখে লিখে ভরিয়ে তোল তোমার মনের ব্যথা।
হয়তো একদিন এই লেখাটা
তোমায় দিতে পারে বাঁচার সার্থকতা।
আত্মহননের পথ তো হতে পারে না সঠিক পথ
একটা কাজের ফাঁকে দূরে কোথাও বেড়িয়ে আসতেও পারো
মনের চাপ এভাবে হালকা করো, নিজেকে উন্মুক্ত করো, প্রকাশ করো।
সকলের সাথে সুখ – দুঃখের কথা মেলে ধরো
এভাবেও ফিরে আসা যায়।
আত্মহত্যা করা পাপ, একথা কোন দিন
হতে পারে না সঠিক পথ
অনেকে পিছিয়ে পড়ে মনের জোর হারায়
মন কে দৃঢ় করে অন্য কিছু করার কথা তো ভাবা
যায়।
আত্মহননের পথ নয় তো সঠিক পথ।
জীবনে কিছু পারলে না বলে, হবে না বিফল মনোরথ
বই পড়ো, মানুষের অনুপ্রেরনা মূলক গল্প পড়ায়
নিজের মনোবল বাড়ায়,
এভাবেও ফিরে আসা যায়।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি
কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী। জন্ম পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলার গদীবেড়ো নৈর্সগিক গ্রামে ।গ্রামের পটভূমিতে রচিত হয়েছে কথাশিল্পী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয় বিরোচিত ” রঙ্কিনী দেবীর খড়গ ” অপ্রাকৃত গল্পটি । কবি একাধিক পত্র পত্রিকায় যুক্ত থেকে সম্মাননা পেয়ে আসছেন। নিজের একক বই ” অনুভব ” ও ” অনুরণন ” কাব্য সহ একাধিক সংকলনে কবিতা, পরমাণু, অণু ও ছোট গল্প প্রকাশিত হয়েছে।
কবিতার পাতায় আমার কবিতা প্রকাশিত হয়েছে দেখে খুব আনন্দ লাগছে। সকল সুধীজনককে ও বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ।
অতি চমৎকার।
খুব ভালো লাগলো।
খুব ভালো।
খুব ভালো লাগলো।
আমার রচিত কবিতা প্রথম কবিতার পাতায় প্রকাশিত হওয়ায় আমি আপ্লুত সংশ্লিষ্ট ।সকল কে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও শ্রদ্ধা ।