শীতের কুয়াশার স্নিগ্ধতা
-আমিনুর রহমান
⇔⇔⇔⇔⇔⇔⇔
মেঘবালিকার ধূসর নীলাদ্রী জলশূন্য প্রান্তরে
অবান্তর এক বাউন্ডেলে কবির অপেক্ষাতে
রাত্রিযাপন করবেনা তোমার জন্য,
তোমার জন্য বিরহব্যথা রক্তস্রোতে লিখবেনা
আড়াল করা অশ্রুহীন সজল নয়ন দেখবেনা
বাসবেনা ভাল আর কোনদিন তোমাকে।
রোদেলা আকাশের একমুঠো সোনালি স্বপ্ন
একটুকরো ব্যথাভরা রুক্ষতা মেশা হাসি
মুখরিত আলোর ঝলসানো স্বপ্ন অবেলা।
ঐ চোখ কোন এক রাতপরীর শুধু এখন
খরিদ্দারের অপেক্ষাতে মেলে ধরে যৌবন
একদিনের স্বপ্নপরী কল্পনার রাজরাণী সেই!
জীবনের গলিপথে শুধু ঘুরে কেটে যায় নেশার ঘোর
সুতাতে বাঁধা মায়াবী পরশে সাঁজানো রূপালী বাঁধন
নিভে যায় সব আশা,কেটে যায় স্বপ্নময় প্রদীপ ভুবন।
একদিন চেয়েছিলে ঝড়,পেয়েছ জীবনে সুখের সমুদ্র
ভেসে গেছি সমুদ্রের অতলে,অজানা অন্তরীক্ষে
তৃষিত মন হারিয়ে গেছে কবিতার ছন্দহীন শিরোনামে।
চরম প্রেমদাত্রী মল্লিকাকমল কার কাননে ফোঁটে
ঈর্ষালু তটে হারানো পদ্মকাকলী কার পদতলে লুটে
ঘৃনা জড়ানো চোখে ঘৃণিত সেজন,
শীতের কুয়াশার স্নিগ্ধতায় আজও!
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :
আমিনুর রহমান । ১৯৯৫ সালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বহিরগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা:মুনছুর আলী,মাতা হালিমা বেগম।তিনি বর্তমানে যশোর মাইকেল মধুসূদন কলেজে মাষ্টার্সে অধ্যয়নরত।শৈশব থেকে সাহিত্যচর্চা করছেন।তিনি ৯৬৩ টি সাহিত্য গ্রুপ,পত্রিকা,ম্যাগাজিনে লেখালেখি করেছেন। দেশ-বিদেশে সাহিত্য সম্মাননা পেয়েছেন প্রায় ৬ শতাধিক। তিনি প্রথম আলোসহ জাতীয় দৈনিকে লেখালেখি করেছেন।পাশাপাশি জাগরণ,ঐকতান,শান্তির বাণী, সময়ের কলম পত্রিকাতে ও লিখেছেন। এছাড়াও বিভিন্ন সাহিত্য জগতে নিয়মিত লিখছেন।