দিয়েছিলে কথা

-ইন্দিরা দত্ত

♦♦♦♦♦♦♦♦

হাত দুটি ধরে দিয়েছিলে মোরে না জানি কত যে কথা,

চলে গেলে ছেড়ে অচিনপুরেতে দিলে মোরে যত ব্যথা।

এখনো রাতের আঁধারের মাঝে ঝরে পড়ে বারিধারা,

হৃদয় মাঝারে আঁতিপাঁতি খুঁজি, নাহি পাই তব সাড়া।

তোমার বিরহে আমি আজ একা চুপকথা হয়ে গেলে,

পাইনা তো দেখা তোমাকে যে হায় চলে গেলে একা ফেলে।

তারাদের দেশে খুঁজে খুঁজে ফিরি একা একা সারা রাতে,

ভাবি মনে মনে আছো তুমি বুঝি অনুভবে সাথে সাথে।

বাতায়নে বসে চেয়েচেয়ে আমি ভাসি নয়নের জলে,

হারিয়ে গিয়েছো তবু আশা বাঁধি বুকেতে আগুন জ্বলে।

আজ ভাবি বসে সেই সব কথা কষ্ট হয় যে মনে,

আমায় ছাড়িয়া কেন গেলে তুমি, না জানি কোন কুক্ষণে?

প্রতিশ্রুতি হায় দিয়েছিলে তুমি ফুলশয্যার রাতে,

জীবনে মরণে হবে তুমি সাথী থাকবে আমার সাথে।

মন মাঝে আমি লুকিয়ে রেখেছি সেসব সুখের কথা,

দূরের আকাশে চলে গেলে প্রিয় ধ্রুবতারা ওই যথা।

ভুলে যেতে চাই অতীতের স্মৃতি তবু ভোলা নাহি যায়,

যত ভাবি আমি ভুলে যাব সখা স্মৃতি মোর পিছু ধায়।

বিরহিনী হিয়া মরিছে কাঁদিয়া স্মৃতি করি রোমন্থন,

মিটলো না আশা শুধুই নিরাশা হতাশায় কাঁদে মন।

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি:-

নাম—ইন্দিরা দত্ত।পিতা—…শ্রী শ্যামসুন্দর বিশ্বাস ……..মাতা—…… শ্রীমতি বীণাপাণি বিশ্বাস …স্বামী – শ্রী উৎপল দত্ত। ঠিকানা—…KSTP..,ADDA…houseing AG-10Asansol WB..জন্ম—…19/01/1967…..পেশা—গৃহবধূ ও গৃহশিক্ষিকা।শখ—নাচ,গান,আবৃত্তি,বাগান করা, রান্না করা,ঘর সাজানো। একজন সাধারন মেয়ে হিসেবে নিজের সম্বন্ধে লেখার মত তেমন কিছু নেই।তবুও ছোটবেলা থেকে লেখা এবং পড়া ভালো লাগতো বলেই জীবন সায়াহ্নে এসে লেখা শুরু করা।মনে অনেক স্বপ্ন ছিলো—দেশ,সমাজ,সংসার আর ব্যক্তিপ্রণয়ের কল্যাণে কিছু করবো।তাই—সময়-অসময়ে কিছু ঘটনা-দুর্ঘটনায় নিজের সুখ-দুখের হাতিয়ার করে তুলি এই কলম।আমরণ পাঠকের তৃষ্ণা নিবারণেই আমার পথ চলা।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*