রক্তস্নান রাজপথ
-মাই ফেয়ার চৌধুরী
∼∼∼∼∼∼∼∼∼∼∼
রক্তরাঙা একুশে ফেব্রুয়ারি,
বায়ান্নর রক্তঝরা ৮ই ফাগুন।
জাগ্রত ছাত্র জনতা অগ্নি আগুন,
চেতনার মিছিলে রাজপথ কাঁপন।
বাংলার দামাল ছেলের সাহসী স্পন্দন,
দীপ্ত শপথে ১৪৪ ধারা ভাঙ্গন।
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
মানিনা স্বৈরাচারী হরণ।
পিছঢালা পথ যদিও হয় মরণ,
বাংলার আকাশে আনিবো কিরণ।
সেদিন অকুতোভয়ী বাঙালী জান,
রাখিলো বাংলার শির উঁচু মান।
বুকের তাজা রক্তে দিয়ে গেল প্রাণ,
সালাম,বরকত,রফিক,জাববার
আরো অজানা বীরের নাম।
রক্তঝরা নির্মম বীভৎস পরিহাস,
বাংলা ভাষার হলো নতুন ইতিহাস।
তোমার জন্য বলতে পারা,
শিখতে পারা,লিখতে পারা,
তাইতো শূন্য পায়ে প্রভাত ফেরা।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী, পিতা-রমজু চৌধুরী, মাতা-লায়লা বেগম, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাক। ডাকঘর-বন্দর,থানা-ডবলমুরিং জিলা -চট্টগ্রাম, ফেসবুক বন্ধুদের অনুপ্রেরণায় লিখার হাতেখড়ি। নিজের ভাবনা,ও অনুভূতিকে কাব্যিক প্রকাশ প্রচেষ্টা। ভালোবাসি মা,মাটি,মানুষ,প্রকৃতি। ভ্রমণ,গান,খেলাধুলা সাহিত্য,সাংস্কৃতিক ও ছবি তোলা ভীষণ প্রিয়। আর চুকিয়ে আড্ডা মারা বন্ধুদের মাঝে।প্রকাশিত কাব্যগ্রন্থ – একুশে বই মেলা ২০২১ প্রথম একক কাব্যগ্রন্থ ” অন্তিম বেলায় রক্তিম আভা,” একুশে বই ২০২২ মেলায়– একক দ্বিতীয় কাব্যগ্রন্থ “আমার অক্ষরে তুমি অক্ষয় ”