মুখে হরিনাম মনে শয়তানের ধাম
-আবুল হাসমত আলী
⇔⇔⇔⇔⇔⇔⇔
রাজার স্বপ্ন পূরণ করতে,
সদা ব্যস্ত প্রজা থাকে।
যুগে যুগে ঘটছে দেখি,
সেই ঘটনা মেলি আঁখি।
রাজার মঙ্গল কামনা চাই,
শাস্তি হবে তার অন্যথায়।
এখন মোরা উন্নত ভাই,
অনেক নিয়ম পাল্টাতে চাই।
হয়েছি যে একত্রিত,
সমাধানে হই উদ্যত।
এসো ভাই সব অংক কষি,
একটা মতে সবাই আসি।
তার জন্য তো দরকার ঐক্য,
কিন্তু মুঘল পাঠান এলো।
তারপর এল এক প্রবল জাত,
ইংরেজ করল দেশকে মাত।
তবু হলো কিছু শিক্ষা?
বেড়েছে যে ভীষণ হিংসা।
তাই এসেছে গণতন্ত্র,
নয় পছন্দ আর রাজতন্ত্র।
অন্যায়কারী সাজা পাবে,
গণতন্ত্রের পথে হবে।
বিচার আচার সবই আছে,
সবার জন্য সবার পাশে।
কিন্তু যারা পরিচালক,
তাদের বিচার করে কোন্ লোক।
সাধারণের মুখ সামলাতে,
পারেনা যে দিন ও রাতে।
তাই চালাকি করে তারা,
মিথ্যা কথা রটায় ওরা।
তার উপরে তাদের কথা,
তারা হচ্ছে দেশের মাথা।
বলে তারা সাধু ভাষা,
তাদের দরকার ঝামা ঘষা।
কারণ তারা হুমকি দিচ্ছে,
যারা তাদের কেঁচা খুলছে।
তাই তো দেখি খুব বিশৃঙ্খলা,
কথা হবে না প্রাণখোলা।
গণতন্ত্রের বিরোধী হয়,
কিছু শ্রেণীর আচরণ ভাই।
স্বচ্ছ সমাজ গড়তে হবে,
মানববন্ধন কাজে লাগবে।
কুচক্রীরা চায় না সেটা,
হারাবে যে ক্ষমতাটা।
তাই মুখেতে মোর হরিনাম,
মনে থাকে শয়তানের ধাম।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠু শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।