যুদ্ধ নয় শান্তি চাই
-আবীর চ্যাটার্জী
♥♥♥♥♥♥♥♥♥
সভ্যতার শিখরে দাঁড়িয়ে
যুদ্ধের দামামা
সাধারণের প্রানটা যায়
এটা কি বোঝনা.
কত সৈনিক প্রাণ হারাবে
ক্ষয় ক্ষতিও অনেক হবে
কত মায়ের অশ্রু ঝরবে
কোলটা খালি হবে.
প্রাণটা দিতে পারিনা আমরা
প্রাণটা নিতে পারি
সবকিছু জেনেশুনে
তবুও যুদ্ধ করি.
এসো না সবাই হাতটা মিলিয়ে
ভাই ভাই হয়ে থাকি
যুদ্ধ যুদ্ধ খেলা টা সরিয়ে
শান্তিতে একটু থাকি.
প্রাণের মূল্য অনেক বেশি
রাইফেলের বুলেটের থেকে
মায়ের চোখের জলটা মুছিয়ে
শান্তিতে একটু থাকি.
♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আবীর চ্যাটার্জী, পিতা ঁকালাচাঁদ চ্যাটার্জি, মাতা আরতি চ্যাটার্জী, পেশা- গ্রামীণ ডাক্তার, নেশা- কবিতা লেখা, বাসস্থান- অশোকনগর কল্যাণগড়. উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ. ভারত.