ভাগ্যের খেলা
-দীনবন্ধু দাস
↔↔↔↔↔↔↔↔
ভোর যে হলেই ছোটে কানু
গাঁয়ের পথটি ধরে,
খালি গায়ে গামছা গলায়
মুটেগিরির তরে ।
পাড়ার খুড়ো দেখে বলে
আস্তে যা রে কানু,
এখনো তো উঠেনি রে
ভালো করে ভানু ।
হোঁচট খেয়ে পা টা ভাঙলে
কেমন করে খাবি,
জানি না রে এই সমাজে
কারে পাশে পাবি ।
শুনে কানু বলে হেসে
কি যে বলো খুড়ো,
মা বোনেরই ভার নিয়েছি
হইনি যে গো বুড়ো।
হঠাৎ কানু লটারিতে
কোটি টাকা পেয়ে,
মনের যতো আনন্দেতে
উঠে গানটি গেয়ে ।
সরল কানু গাঁয়ের শেষে
বৃদ্ধাশ্রম যে করে,
দেখে সবাই কানুকে যে
জড়িয়ে গো ধরে ।।
↔↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
কবি দীনবন্ধু দাস পিতা – সনাতন দাস মাতা- উন্নতি দাস, ভারতবর্ষ দেশের, পশ্চিমবঙ্গ রাজ্যের, পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বাসিন্দা । শিক্ষাগত যোগ্যতা :- বি.এ ( তৃতীয় বর্ষ) পেশায়:- শিক্ষক ( গৃহ ) আমি আমার ঠাকুরদা শ্রী হারাধন দাস- এর নিকট হইতে সাহিত্য সৃষ্টিতে অনু প্রেরণা লাভ করেছি। তিনি দীর্ঘদিন যাবত সাহিত্য চর্চা করেন। ছোট থেকেই লিখতে, বাগান করতে, , গান গাইতে, গান লিখতে এবং পশু পক্ষীদের খাদ্য প্রদান ও পরিচর্যাও করতে ভালোবাসি। আর আমার লেখা গান গুলি আমার বোনের গলায় তা প্রকাশ পায়।এই নিয়েই আমার আনন্দে দিন কেটে যায়।