দুঃখ নিয়ে

-মাহাবুবা বিথী

≈≈≈≈≈≈≈≈≈≈

বুকের ভিতর দুঃখ নদীর

উথাল পাথাল ঢেউ।

ঢেউয়ের তোড়ের শব্দ গুলি

শুনলো নাতো কেউ।

সেই আঘাতে হৃদয়পুরের

পার যে ভেঙ্গে যায়।

যত্নে গড়া ভালবাসার

ঘর যে ভেসে যায়।

সব হারিয়ে নিঃস্ব আমি

দিন কাটে হাহুতাশে।

সুখটা মোর উড়ে গেল

হঠাৎ বাউরি বাতাসে।

এখন আমার একলা জীবন

দুঃখ নিয়ে করি বিচরণ।

পৃথিবীর তঞ্চকতায়

নিঃসঙ্গ আমার ভুবন।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

মাহাবুবা বিথী একজন সৌখিন কবি।বিভিন্ন ওয়েবসাইটে লেখালখি করেন। মহিলা সাপ্তাহিক পত্রিকা “বেগম” এ কবিতা লিখতেন। এ ছাড়া একটা যৌথ কাব্যগ্রন্থ ” মন্থর মেঘ” বের হয়েছে। উনি ওয়েবসাইটে লিখতে স্বাচ্ছন্দ বোধ করেন। ওনার বাবার নাম :মরহুম আই এম বিল্লাহ। মাতার নাম:আশরাফুন্নেছা। বাসা নং ৩৭ লেন নং ২ ব্লক এ সেকশন ৬ মিরপুর ঢাকা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*