চলেছে কৃষক

-কাজী সেলিনা মমতাজ শেলী

↔↔↔↔↔↔↔↔

সবুজ পাতার দেশে প্রকৃতি আছে অনেক ভালোবেসে,

গ্রামের পথে চলেছে কৃষক লাঙ্গল কাঁধে কত আবেশে।

পল্লীর আলো বাতাস কৃষকের মনে শান্তি বিরাজ করে,

যাহা কিছু পেয়েছে কাছে তাই স্বপ্ন শান্তিতে ফেরে ঘরে।

লাঙ্গল আর গরু নিয়ে চলেছে গাঁয়ের পথে নীরব মনে,

কেবল এলো প্রভাত পাখিরা গান ধরেছে ওই দূর বনে।

অনেক সুখের মাঝেও শান্তি পায়নি রঙিন ওই প্রাসাদ,

কৃষকের কুঁড়েঘরের দাওয়ায় গভীর রাতে আসে চাঁদ।

সত্যনিষ্ঠ পাখিরা অনেক শান্তিতে আছে বন মঞ্জিলে,

ওই সুখ সুখ নয়, যে সুখ ভরে দেয় আঁখি সলিলে।

বনের পাখি গল্প করে,জীবনে বড় প্রয়োজন হয় বিশ্বাস,

সৃষ্টির সার, অমৃত হোক চেনা-অচেনা ফুলের নির্যাস।

জীবন সুন্দর করতে প্রয়োজন আছে বিশ্বাসের বন্ধন,

ওই সুখের মূল্য নেই, যে সুখে বেড়ে যায় চাপা ক্রন্দন।

↔↔↔↔↔↔↔↔

কবি পরিচিতিঃ

কাজী সেলিনা মমতাজ শেলী, গৃহবধু/ স্বামীঃ শেখ আব্দুস সবুর, কপিলমুনি বাজার, পাইকগাছা খুলনা। 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*