পাহাড় ভ্রমন

-মো: হাবিবুর রহমান

≈≈≈≈≈≈≈≈≈

গেলেন কবি অচীনপুরে

আঁকাবাঁকা রাস্তা ঘুরে।

মানুষ থাকে পাহাড় চুড়ে

দেখুন ধোঁয়া উড়ছে দূরে।

উঁচু নীচু গিরি খাদে

পাহাড়ি বৌ বোঝা কাঁধে।

বৃক্ষ শাখে ঘরটি বাঁধে

মাতা জায়া খাবার রাধে।

ভেতর গাঁয়ে বনের মাঝে

ব্যস্ত মানুষ চাষের কাজে।

ঝুম চাষীরা ফলছে ফসল

তবু যে তার যায় না ধকল।

আমরা যারা ঘুরতে আসি

খুশি থাকি রাশি রাশি।

ঝর্ণাতে ডুব পাথর ঘষি

ক্লান্ত যারা ছায়ায় বসি।

ওরা নাকি বাংলাদেশী

কিছু খুশি বেজার বেশী।

করছি দখল তাদের জমি

মরে তারা করে বমি।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

মো: হাবিবুর রহমান, পিতা (মৃত): আব্দুর রহমান হাওলাদার, মাতা (মৃত): মোছা: খাদিজা বেগম। ১৯৬১ সনের ২৫ অক্টোবর মাদারীপুর জেলার সদর উপজেলার কুমড়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামের প্রাথমিক শিক্ষা, চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় হ’তে এসএসসি, ঢাকা কবি নজরুল সরকারী কলেজ হ’তে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ব বিদ্যালয় হ’তে দর্শনে বিএ (অনার্স ) ও এমএ পাশ করেন। আট ভাই-বোনের মধ্যে ৭ম। ছোটবেলায় একটু আধটু লিখতেন।মাঝে একটি বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনাকালে অবসর সময়ে আবার লেখা শুরু করেন। কবিতা বেশি লেখেন। মাঝে মধ্যে প্রবন্ধ ও ছোট গল্পও লেখেন। বিয়ে করেছেন নারায়ন গঞ্জ জেলার সোনার গাঁ পৌরসভার দত্তপাড়া গ্রামে। তিনিও একই সংস্থায় চাকরি করেছেন। একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। বর্তমানে ঢাকা শহরে বসবাস করছেন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*