বিরহী ফাগুন
-ফটিক ঘোষ
↔↔↔↔↔↔↔
বছর ঘুরে আসছে ফিরে
রঙের ঋতু বসন্ত কাল,
কতো ফাগুন গেলো চলে
ফিরলো না আর আমার হাল ।
তোমায় বিনা কেঁদে ভাসাই
শ্রাবণ ধারা আঁখিপাতে,
তোমার স্মৃতি জাগলে মনে
কাঁদি বসে একাই রাতে ।
আসবে বলে চলে গিয়ে
কেনো দিলে এমন ফাঁকি ?
আবির রঙে সাজলে ধরা
তোমার আশায় বসে থাকি ।
কৃষ্ণচূড়া পলাশ শিমুল
আগুন জ্বালায় আমার প্রাণে,
বিরহী সুর হৃদয় কাঁদায়
কোকিল পাখির কুহু তানে ।
প্রেমিক যুগল হোলির রঙে
আনন্দেতে সবাই হাসে,
স্মৃতির জ্বালা আঁকড়ে ধরে
নয়ন জলে জীবন ভাসে !
↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
কবি ফটিক ঘোষ, গানকি, খোয়াই, খোয়াই ত্রিপুরা, ভারত।