অলৌকিক প্রেম
-নুপুর বিশ্বাস
≈≈≈≈≈≈≈≈≈≈
মনেরি বন্দরে, গোপন কন্দরে,
উঁকি দিয়ে যায় সে রোজ,
জানিনা কখন? কি যে হুঁতাশন!
গোপনে করে তার খোঁজ।
মলয় বাতাসে, সুনীল আকাশে,
ভেসে বেড়ায় তার গন্ধ।
কি যাদু টোনা! করেছে’রে সোনা!
প্রেমেতে মন হয় অন্ধ।
সোহাগী চাঁদে, তারাময় রাতে,
অহরহ খোঁজে তাকে মন,
বেনামী খামে, মিষ্টি সে নামে,
চেনা সুরে-ডাকে অনুক্ষণ।
ছুঁয়েছে হৃদয়, প্রেমেরই উদয়,
এনেছে স্বর্গ এই ধরাতে,
কাটে না দিন, বাজায় সে বীণ,
রয় না মন আর ঘরেতে
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি নুপুর বিশ্বাস। জন্ম-১৬/১২/১৯৭৬ জন্মস্থান-পোর্ট কলোনী, খালিশপুর,খুলনা। পিতা-হাজারী লাল বিশ্বাস মাতা-সুধা রানী বিশ্বাস পিতৃনিবাস-পাঁচকাঠিয়া, মনিরামপুর,যশোর। পেশা-ইংরেজি সাহিত্যের প্রভাষক, নেশা- সাহিত্য চর্চা। গান শুনতে ভীষণ ভালোবাসি।নাচ,গান,কবিতা সর্বক্ষেত্রে একটু আধটু বিচরণ আছে। সম্প্রতি অবসরে মনের কথাগুলো একটু আধটু গুছিয়ে লেখার চেষ্টা করছি মাত্র। ব্যাকরণগতভাবে সেগুলো কবিতা হচ্ছে কি হচ্ছে না সে বিচারে নাই বা গেলাম,লিখতে ভালো লাগছে,পাঠক অনুপ্রাণিত করছে- এই খুশিটাই অনেক পাওয়া।পাঠকের ইচ্ছার সাড়া দিতে সম্প্রতি “একুশে গ্রন্থমেলা-2022” এ আমার প্রথম কাব্যগ্রন্থ”নীল আকাশের পদ্য”প্রকাশিত হয়েছে ।পাঠকের অন্তহীন ভালোবাসার প্লাবনে ইতিমধ্যেই গ্রন্থটি সিক্ত হয়েছে, প্রথম মুদ্রণ সংখ্যা শেষ,দ্বিতীয় মুদ্রণের অপেক্ষায়।বর্তমান অবস্থা সম্পর্কে একটা কথাই বলবো-“কবিতায় বাঁচি।