মিনতি

-দীনবন্ধু দাস

♥♥♥♥♥♥♥♥♥

আকাশের বুক নভোনীল সুখ

ভেসে আছে দু’টি চিল,

নেই বুঝি দুখ সাদাসিধে মুখ

বর্তুলাকার তিল।

তারা দু’টি ভাই মনে রোষ নাই

থাকে যে শুধুই চেয়ে,

সত্য কে তাই দেয় বুকে ঠাঁই

শান্তিকে কাছে পেয়ে।

তাদেরই মতো আছে যে গো কতো

রাতের গগনে তারা,

ঝলমলে যতো লাগে ভালো ততো

বইছে খুশির ধারা।

কাঁদে শুধু ধরা জানি পাপে ভরা

লোভী মানুষের তরে

আসবে গো হরা ভেবে তাই মরা

মন ছটফট করে।

আগে ছিলো ভালো এখন যে কালো

হচ্ছে হৃদয় ফালা,

সুখেরই আলো প্রভু তুমি জ্বালো

পরাবো গলায় মালা ।।

♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

কবি দীনবন্ধু দাস পিতা – সনাতন দাস মাতা- উন্নতি দাস, ভারতবর্ষ দেশের, পশ্চিমবঙ্গ রাজ্যের, পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বাসিন্দা । শিক্ষাগত যোগ্যতা :- বি.এ ( তৃতীয় বর্ষ) পেশায়:- শিক্ষক ( গৃহ ) আমি আমার ঠাকুরদা শ্রী হারাধন দাস- এর নিকট হইতে সাহিত্য সৃষ্টিতে অনু প্রেরণা লাভ করেছি। তিনি দীর্ঘদিন যাবত সাহিত্য চর্চা করেন। ছোট থেকেই লিখতে, বাগান করতে, , গান গাইতে, গান লিখতে এবং পশু পক্ষীদের খাদ্য প্রদান ও পরিচর্যাও করতে ভালোবাসি। আর আমার লেখা গান গুলি আমার বোনের গলায় তা প্রকাশ পায়।এই নিয়েই আমার আনন্দে দিন কেটে যায়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*