অব্যক্ত চাওয়া
-সোহেল রানা সৈকত (ধ্রুবতারা)
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
তোমার পৃথিবীতে যখন
বিকেলবেলায় কোকিল ডাকে,
আমার পৃথিবী তখন
রোজ সকালে উঠে যুদ্ধে যায়।
তোমার পৃথিবীতে যখন
পাতা ঝরার সময়,
আমর পৃথিবী তখন
বৈশাখের অভিমানে পুড়ছে।
তোমার পৃথিবীতে যখন তুমি
ভালোবাসা চাইলে বৃষ্টি নামে,
আমার পৃথিবী তখন
এক টুকরো মেঘ ছুঁয়ে ভেজার স্বপ্ন দেখে।
আসলে সবার পৃথিবীই তার নিজের মত।
তাই বলে কি আমার আর তোমার প্রেমে পড়া বারন।।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
আমি মোঃ সোহেল রানা সৈকত। ১৯৯২ সনের ঢাকার সাভার থানার বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামে দাদা বাড়িতে আমার জন্ম। নিজ গ্রামের প্রাথমিক শিক্ষা এস এস সি, সাভার কলেজে এইস এস সি পাশ করে সাভার পলিটেকনিক ইনিষ্টিটিউট থেকে ডিপ্লোমা ইন্জিনিয়ারি পড়া আনকম্পিলিট রেখেই শিক্ষা জীবন শেষ করেছি।
বাবা মোঃ হুমায়ুন কবির। মাতাঃ মোসাঃ মনোয়ারা ব্যাগমের দুই সন্তান এক ভাই এক বোনের মধ্যে আমিই বড়ো। বর্তমানে ঢাকার অদুরে বিক্রমপুরে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। বৈবাহিক অবস্থান সিঙ্গেল। ছোট বেলা থেকেই গুণীজনদের লেখা পড়ে পড়ে নিজেও কিছু লিখবার চেষ্টা করতাম। ২০০৪ সালে সর্ব প্রথম আমার লেখা “প্রথম প্রেমের ফল” কবিতাটি দৈনিক যুগান্তর পত্রিকায় ছুটির দিনের পেইজে ছাপা হয়। এখনও অবসরে একান্তে ছোট গল্প, কিছু মনের কথা এবং কবিতা লিখতে চেষ্টা করি। সকলের কাছে দোয়া চাই আমার জন্যে। আন্তরিক ধন্যবাদ সকল গুণী কবিদের।