স্বাধীনতার স্বাদ

-মনির হোসাইন

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

স্বাধীনতার মর্ম কথা, ফিলিস্তিনিরা বুঝে

স্বাধীনতা হন্য হয়ে, জীবন দিয়ে খুঁজে।

যুদ্ধ জয়ের গল্প শুনি,গান কবিতা ছন্দে

বারুদের ঝাঁঝ মেখে আছে, হাজার ফুলের গন্ধে

জায়নামাজে চোখের পানি, শুকিয়ে আছে মায়ের

ছলাৎছলাৎ নদীর জলে, বৈঠা চালায় নায়ের।

সূতায় বুনা রুমাল হাতে, প্রিয়ার পরশ মাখা

মায়া ভরা মুখটি যেন, চোখের পর্দায় আঁকা।

আর কটা দিন সবুর করো, আসবো ফিরে ঘরে

শত্রুরা সব পালিয়ে যাবে, মুক্তি সেনার ডরে।

স্বাধীনতার টুকটুকে লাল সূর্য দিবো তোমায়

দেশের তরে জীবন দিলো, তাদের সালাম জানাই।

পৃথিবীর যেই প্রান্তে লড়ুক, স্বাধীনতার জন্য

বীরের খাতায় তোমাদের নাম, থাকবে অগ্রগন্য।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিত– 

  • মনির হোসাইন, পিতা শাহ আলম, মাতা শাহেদা বেগম। লক্ষ্মীপুর জেলার আবির নগর গ্রামে জন্মগ্রহণ করেন।

 

 

1 thought on “স্বাধীনতার স্বাদ -মনির হোসাইন

  1. আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*