সফলতা
-তৌহিদা জাহান লিপি
≅≅≅≅≅≅≅≅≅≅
আমি একটু একটু করে তোমার দিকে যাচ্ছি !
তোমাকে পাওয়ার আশায় হয়তো কখনও ঐ
নীল আকাশটিকে ছোঁয়া হবেনা! হয়তো সাগরের
সীমানা গিয়ে মিলবেনা ঐ আকাশের অসীমতায়,
তবুও আমি তোমার দিকেই যাচ্ছি ! ”
তোমার কাছে পৌঁছাতে আজ আর কোন পিছুটান আমাকে দমাতে পারবেনা।
এটাই বা কম কিসে?
একটু একটু করে এগুতে, যাক না কেটে শত- সহস্র বছর ?
তবুও আমি হাল ছাড়বোনা ! “‘
ঝর্না যেমন ছুটে চলে নদীর দিকে —–
অথবা নদী ছুটে চলে সাগরের দিকে ——–“”
তেমনি করে আমি প্রতি মূহুর্তে তোমার দিকেই
ছুটে চলেছি ! হয়তো এক পা এগুতে কেটে যাবে
অনেক বছর ? হয়তো ঝর্ণা – নদীর মতো আমার
গতিবেগ অত দ্রুততর হবেনা ——-??
তবুও আমি তোমার উদ্দেশ্যেই যাবো। ঝর্ণাধারা
হয়ে কিম্বা নদীর মত গতিপথ পরিবর্তন করবোনা
এক পর্বোতারোহীর মত ক্ষুদ্র ক্ষুদ্র পায়ের ছাপে
আমি তোমার দিকেই এগিয়ে যাবো! “” আরো
অনেকটা পথ আমাকে অতিক্রম করতে হবে
তোমার দেখা পেতে ! তবুও এক পা এক পা করে
আমি এগিয়ে—- যাচ্ছি !! “
কেননা এক জীবনে আমি এরচেয়ে বেশী
সফলতা আশা করিনা ! “””
≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
আমি তৌহিদা জাহান লিপি ঢাকায় বসবাস করি।। আমি কবিতার পাতার মডারেটর হিসাবে আছি।। ঢাকায় একটি বেসরকারি কলেজে কর্মরত আছি। কবিতার পাতা পরিবারের সকল পাঠক ও লেখকবৃন্দকে।। ভালোবাসি কবিতার পাতা তাই লিখে যাই অবিরামভাবে। এই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ