বন্ধ হোক কবিতা চুরি
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈≈≈≈
মাঝে মাঝে শুনতে পাচ্ছি
কবিতা নাকি হচ্ছে চুরি,
দিনে দিনে যাচ্ছে ছেয়ে
ফেসবুকের এই কেলেঙ্কারি।
ভাবতে বড় অবাক লাগে
এসব আবার হয়,
পরের কবিতা চুরি করতে
প্রাণে লাগেনা ভয়।
কবিতা কবির প্রাণের সম্পদ
হৃদয় দিয়ে করে সৃষ্টি,
ভালো ভালো কবিতার দিকে
কবিতা চোরেদের দৃষ্টি।
চুরি করা মহাপাপ
শাস্ত্রমতে কয়,
ধরা পড়লে কঠিন শাস্তি
জানবে সদা হয়।
চুরি করা আজ বন্ধ করো
সাহস করে কলম ধরো,
আপন সৃষ্টির উল্লাসে
নিজের হৃদয় ভরো।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। পাঠকের ভালোলাগাই আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রেরণা।