বদলে গিয়েছো তুমি

-মোঃ সোহাগ হোসেন

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

যেমন ছিলাম এখনো ঠিক তেমনি আছি,

শুধু তো সময়ের সাথে বদলে গিয়েছো তুমি।

তুমি ভূলে গেলেও ভূলতে পারিনি আমি।

কেননা ভালো তো আমি বেসেছি তুমি নয়!

দু চোখের অশ্রু তো আমার ঝরে তোমার নয়।

তুমি বিহীন প্রতিটি প্রহর যেন অন্ধকার কালো ছায়া,

আমার কথা কি মনেই পরেনা, একটুও হয়না মায়া,

আর মায়া কেন বা লাগবে ছিলো তো অভিনয়!

এখন বুঝি এক তরফায় কখনো পূর্ন হয়না স্বাদ,

হ্যা হ্যা এখন বিরহের অনলে নিজেকেই লাগে বিষাদ।

তবে হ্যা এখনো তোমায় নিয়ে কল্পনায় বাসর সাজাই,

যানি তোমায় পাবোনা তবু এই মনকে সান্ত্বনা জানাই।

মনে পরে খুব মনে পরে হ্যা সত্যি মনে পরে,

হাতে হাত রেখে কাটানো আনন্দময় মূহুর্ত গুলো,

তখন কান্না ভেজা নয়নেই হেঁসে উঠি মনের অজান্তে।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি

মোঃসোহাগ হোসেন, দৌলতপুর -মানিকগঞ্জ, বাংলাদেশ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*