ঋণী

-শিপ্রা ব্যানার্জী

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

জলের কাছে আমার ঋণ আছে |

প্রত্যেক স্বপ্নের বুননে

ফিরে ফিরে আসে নদীজল–

ভাঙা চাঁদ বুকে –ঢেউহীন |

জলেরই মত আঙুলের ফাঁক গলে

হারিয়ে গেছে যে ভালোবাসা,

আজও সে খুঁজে ফেরে

কবুতরী প্রেমের আশ্রয় |

একদিন ´বসন্তের বাতাসটুকুর মত `সে

ছুঁয়ে গেছে আমায়!

আজও সেই স্মৃতিজলে ডুবে আছি আকণ্ঠ |

জলের গ্রীবায় ভাসে রাজহাঁসের

সিক্ত পালকের ঘ্রাণ |

সেই ঘ্রাণে মিশে যায়

চোখের জলের আকুল জোয়ার|

আর কাকেই বা কি বলবো!

এতো আমারই একান্ত গোপন, অনন্ত ঋণ

জলের কাছে |

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি —

আমি শিপ্রা ব্যানার্জী |ছোট থেকেই লেখালেখি করি |আজন্ম কলকাতায় বাস |পুরোদস্তুর গৃহবধূ | সংসার, সন্তান সামলে লেখার সময় বের করতে পারতামনা | এখন দুই ছেলেই কর্মজগতে প্রতিষ্ঠিত, বিবাহিত এবং বাড়ি থেকে দূরে অন্য রাজ্যে থাকে| আমিও অফুরন্ত অবকাশে মনের আনন্দে সাহিত্য চৰ্চা করে যাচ্ছি | প্রকাশিত কাব্যগ্রন্থ –মায়াপালক | ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছাড়াও অন্যান্য লিটিল ম্যাগাজিনেও লিখে থাকি |ধন্যবাদ |

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*