কখনো বোধের কথা
-গণেশ পাল
⇔⇔⇔⇔⇔⇔⇔
স্বপ্নবোধের স্বপ্নগুলো সহসা
খুব সহজেই ধরা দেয় না।
চঞ্চল পাখির মতো এ পৃথিবী ও পৃথিবী
তার মনের চৌকাঠে ঘর বাঁধে কখন ?
তাও জানি না । জানি না ।
যদিও হয়তো মুঠোয় ধরে নিতে হয় ,
যদিও এটাই হয়তো নিয়ম বাধ্যবাধকতায়
তবু সবসময় সব কিছু
জাগতিক কিংবা পারলৌকিক ব্যাপার
কখনো কখনো কী ?
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :
কবি গণেশ পাল পিতা মৃত রাধা গোবিন্দ পাল । মাতা মৃত উর্ম্মিলা রানী পাল । জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে ০২ জুলাই ১৯৫০ সনে জন্মগ্রহণ করেছি । শিক্ষাগত যোগ্যতা :১৯৭২ সনে বিএ পাশ করি। কর্মজীবন : ১৯৭৪ সনে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সনে পরিদর্শক পদ থেকে অবসরে যাই। লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি। আমার লেখার একক প্রকাশিত বইয়ের সংখ্যা মোট দশটি — ১ টি কাব্যগ্রন্থ ,৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস ।