ভালোর গুরুত্ব ওজনের মতো
-আবুল হাসমত আলী
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
মোদের পৃথিবী খুব মনোরম স্থান;
তাই তো সবার আছে হেতা বাসস্থান।
ক্ষুদ্র কীট থেকে গাছ পশুপাখি সবে;
মানুষ এসেছে হেতা জানি শেষ ধাপে।
বুদ্ধিতে তাদের সত্যি জুড়ি মেলা ভার;
তারা করেছে কত কী সব আবিষ্কার।
তারা জেনেছে ওজোন গ্যাসের ভূমিকা;
যার অভাবে ধরাতে কেউ জন্মাত না।
অথচ ওজোন গ্যাস যে অবহেলিত;
তার ভূমিকাতে মোরা নই আনন্দিত।
বরং ওজোন স্তর মোরা করছি ধ্বংস;
গাছ কেটে নানা পথে তা কমাতে ব্যস্ত।
অনুরূপে উপকারী মানুষ লাঞ্ছিত;
তারা দুর্বল, সবার নিকট বঞ্চিত।
তাদের সংখ্যা ঠিক ওজনের মত;
তারা হয়ে যাচ্ছে যেন ক্রমশ বিলুপ্ত।
ফলে নাশকতা বাড়ছে এই পৃথিবীতে;
এভাবে ধরার সব জীব লুপ্ত হবে।
এখনো সময় আছে মোদের নিকটে;
ভালোদের পরামর্শ মতো চলতে হবে।
না হলে রবি মুখখানি নেবে যে ফিরিয়ে;
পরিশ্রম করবে না সে সবুজ সৃষ্টিতে।
চাঁদের জোছনা আর দেখবে না যে কেউ;
পৃথিবীতে থাকবে শুধু সমুদ্রের ঢেউ।
বিষাক্ত বাতাস বইবে ধূসর মরুতে;
বায়ু ভূমিকা নেবে না জীবের সৃষ্টিতে।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠু শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।