জলবায়ু পরিবর্তন
-সুজন বড়ুয়া (সমু)
≡≡≡≡≡≡≡≡≡≡
সবাই গাছ কাটে
লাগায় কয় জনে
জলবায়ু পরিবর্তন
হচ্ছে দিনে দিনে।
বরফ গলে বাড়ছে পানি
ভারসাম্য শূন্য
পরিবেশটা হচ্ছে ধ্বংস
দুষ্ট লোকদের জন্য।
সুন্দর বনের রয়েল বেঙ্গল
বলছে কানে কানে
তোমাদের জন্য আমরা
কমছি দিনে দিনে।
নেই হেমন্ত নেই বসন্ত
আছে শুধু শীত গীষ্ম
ষড়ঋতুর বাংলাদেশটা
হয়ে যাচ্ছে উষ্ণ।
সবার কাছে হাত জোড় করি
করি সবাইকে প্রার্থনা
পরিবেশটা রক্ষা করুন
গাছপালা আর কাটব না।
≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি :
সুজন বড়ুয়া (সমু)চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী মধ্যম বিনাজুরী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।পিতা অমলদর্শী বড়ুয়া আর মাতা মিঠু বড়ুয়া। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। মূলত স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু বলা যায় লেখালেখি তাঁর শখ ও নেশা।চট্টগ্রামের জননন্দিত পত্রিকা ‘দৈনিক চট্টগ্রাম মঞ্চ’তে প্রথম কবিতা প্রকাশিত হয়।বিশিষ্ট শিশুসাহিত্যক অমিত বড়ুয়ার অনুপ্রেরণায় লেখালেখির জগতে তাঁর পদচারণা। বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখা ছাপা হয়।তিনি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ও যুক্ত আছেন। কর্মজীবনে এক জন প্রকৌশলী হলেও লেখালেখি তাঁর একমাত্র নেশা বলা চলে।