স্বর্গের পথে

-ফটিক ঘোষ

⇔⇔⇔⇔⇔⇔⇔

সত্য আলো সত্য ভালো

ধরো সবে সঠিক পথ,

সত্য জ্ঞানে সতেজ প্রাণে

চড়ো নীতি ন্যায়ের রথ।

জীবন পথে স্বর্গের রথে

চড়তে যদি তুমি চাও,

ঈশ্বর বাণী ধর্ম মানি

হৃদয়টাকে ভরে নাও।

ন্যায়ের পথে সত্য রথে

সবাই জীবন গড়ো ভাই,

হিংসা ছেড়ে নিন্দা ঝেড়ে

ভালোবাসা শুধু চাই।

পরের তরে জীবন গড়ে

জীবের সেবা করে যাও,

মারামারি সবাই ছাড়ি

শান্তি সুধা খুঁজে নাও।

বিভেদ ভুলে সুখের মূলে

ভালো কার্য করে যাও,

স্বার্থ ছেড়ে প্রভুর তরে

হৃদয় উজাড় করে দাও।

প্রভুর গানে জীবন দানে

স্বর্গ সুখ যে পাওয়া যায়,

প্রভুর মায়া কৃপার ছায়া

অমৃতলোকের পানে ধায়।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি :-

নাম :-ফটিক ঘোষ, ঠিকানা :-গানকি, খোয়াই, খোয়াই ত্রিপুরা ,ভারত। পিতা :-শ্রী জাগদীশ চন্দ্র ঘোষ মাতা :-বিজয় লক্ষ্মী ঘোষ

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*