একটি গাছ
-অন্নপূর্ণা দাস
≈≈≈≈≈≈≈≈≈
একটি গাছ সভ্যতার শুরু থেকে সমাজের পরিশেবা দিয়ে চলেছে অবিরত,
আমরা আমাদের প্রয়োজনে কখনো কুঠারের আঘাতে ঘরের আসবাবপত্র তৈরী করছি,
আবার আমরাই যখন এর অভাববোধ করছি
তখন আবার বলছি “গাছ লাগাও, প্রাণ বাঁচাও”,
আসলে সবাই আমাদের স্বার্থ, কত পশু, পাখি, কীট, পতঙ্গ,
মানুষ সবাই তার থাকে শান্তির আশ্রয় নিই,
প্রাচীন কালে শিক্ষা, সভা, সমিতি এই গাছতলায় বসে হতো,
আজ আধুনিক সভত্যা tree house বানাই
আর তাতে থাকার অভিজ্ঞতা নিই,
যদি ত্যাগ, সমাজ সেবা বলে শিক্ষার পাঠ নিতে চাই
তবে বিশ্বপ্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষা গুরু হল একটি গাছ,
যে কেবল দিয়েই গেছে নীরবে,
কোন কিছু পাওয়ার না করে প্রত্যাশা,
প্রাণী জগতের বাঁচার অক্সিজেন,
দূষিত কার্বন-ডাই-অক্সাইড শোষণ,
কখনো ফুল, ফল, ভালোবাসার বসন্ত এবং শেষ জীবনে জ্বালানির কাঠ।।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি অন্নপূর্ণা দাস একজন গৃহবধূ। আমি লেখালেখি করতে ভালোবাসি। আমি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বসবাস করি।