বাঁশিওয়ালা
-শিবানী সাহা
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
পথে পথে ঘুরে বেড়াই
আমি বাঁশিওয়ালা,
বাঁশি বেচে সংসার চালাই
মেটাই পেটের জ্বালা।
বাঁশির সুরে মন ভরাই
পেট তো ভরে না,
গরীব বলে আমার কদর
কেউ তো বোঝেনা।
দিন এনে দিন খাই
থাকি ভাঙা ঘরে,
ভালোবেসে কেউ ডাকে না
একটি দিনের তরে।
একলা থাকি একলা জীবন
কেউ নেই আমার সাথে,
ভালোবেসে কখনো কেউ
হাতে রাখেনি আমার হাতে।
জীবন আমার কেটে যাবে
থাকবো দুখের ঘরে,
সুখের আলো জ্বলবে না তো
আমার আঁধার ঘরে।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
আমি শিবানী সাহা, বর্তমানে হুগলি জেলার কোন নগরে বাস করি। আমি কবিতা পড়তে ও লিখতে ভালবাসি।