দূরত্ব
-রঞ্জন ঘোষ
≡≡≡≡≡≡≡≡≡
দুটি মনের মধ্যে প্রয়োজন হয় সহমতের
কারণ এই সহমত থেকে গড়ে ওঠে ভালোবাসা,
দু’জনকেই তাই দিতে হয় গুরুত্ব একে অপরের প্রতি,
সহমত না হলে জীবনে নেমে আসে ভয়ঙ্কর দুর্দশা।
অনেক সময় হয় নিজেদের মধ্যে অমিল
সেই অমিল কে বাড়তে দিলে চলবে না,
একসাথে করতে হবে সেই সমস্যার সমাধান,
রাগ অভিমান করলে সেই সমস্যা কমবে না।
মনের অমিল সে বড় মারাত্মক জীবাণু,
একে বাড়তে দিলে সংসার ভেঙ্গে যাবে,
দুটি জীবন তখন হতে পারে ছারখার,
ভয়ঙ্কর জীবাণু তখন সব শেষ করে দেবে।
অমিল থেকেই সৃষ্টি হয় মানুষের হৃদয়ে ফাটল
এই সমস্যাকে প্রথম থেকেই দিতে হবে গুরুত্ব,
নাহলে দুটি হৃদয়ের বন্ধন যাবে ধীরে ধীরে কমে,
তৈরি হয়ে যাবে দুজনের মধ্যে অস্বাভাবিক দূরত্ব।
যে দূরত্ব ঘোচানোর অনেক সময় সম্ভব হয়ে ওঠেনা
দূরত্ব তখন আপন গতিতে ধীরে ধীরে যাবে বেড়ে,
সেই দূরত্ব ঘোচাতে অনেক কাঠ-খড় পোড়াতে হবে,
কারণ দূরত্ব ভালোবাসাকে দেয় সরিয়ে অনেক দূরে।
≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
আমি রঞ্জন ঘোষ দক্ষিণ কলকাতার বেহালায় থাকি। কবিতা আমার প্রথম প্রেম। অল্প বয়স থেকেই কবিতা লেখা শুরু। আমি দুই বাংলার ২৩৭ টি পরিবার থেকে সনদ পেয়েছি। আমি বললাম সেরা, বাংলার গৌরব কলম সম্মাননা লাভ করেছি।
আমার তিনটি একক কবিতার বই প্রকাশ হয়েছে।
১) যুথিকা প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের নাম “প্রেমের ঝর্ণাধারা”।
২) আনন্দ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে “লকডাউনের ডায়রী” ও ” জীবন তরী”। এছাড়া এই বছরে ২৬টি পরিবার থেকে আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে সনদ ও মানপত্ লাভ করেছি। আপনাদের ভালোবাসা পেলে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলে আশা করি। ধন্যবাদ।