আমি তোমার চিত্রকর্ম হতে চাই

-পপি প্রামানিক

≡≡≡≡≡≡≡≡

আমি তোমার তুলিতে আঁকা একটি পূর্ণাঙ্গ

চিত্রকর্ম হতে চাই!

যেখানে তুমি একলব্যের মতো ধ্যানমগ্ন হয়ে—

নতুন রূপে সৃষ্টি করবে আমায়।

যে সৃষ্টিতে আমার চোখ, নাক, মুখ, ঠোঁট —-

সর্বাঙ্গে থাকবে তোমার নিমগ্নতার ছোঁয়া।

তোমার ভালোবাসার তুলির আঁচড় থাকবে

আমার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে।

যেখানে বিশ্বাস আর ভালোবাসার সমন্বয়ে—

সবচেয়ে যত্নশীল হয়ে আঁকবে আমায়।

তবে আমি তোমাকে বলছি না- লিওনার্দো দ্যা ভিঞ্চি

হয়ে আমাকে মোনালিসা বানাতে হবে!

আমি পৃথিবী বিখ্যাত হতে চাই না।

আমি চাই তোমার তুলির সামান্য এক চিত্রকর্ম হতে।

আমি তোমার ভূবণের ভূবণেশ্বরী হতে চাই,

হতে চাই তোমার পৃথিবীর সেরা।

তুমি খুউব যত্ন করে আমার চোখে এঁকে দিও —

তোমার পছন্দের কাজল,

আর কপালে লাল টিপ, ঠোঁটে এঁকো উষ্ণ চুম্বন।

ভালোবেসে গলায় পরিয়ে দিও বকুলের মালা,

খোঁপায় দিও সুগন্ধি বেলীর গাঁজরা,

হাতে দিও সদ্য প্রস্ফুটিত একগুচ্ছ গোলাপ,

আর হৃদয়ে সাজিও ভালোবাসার ডালা।

তোমার সুখের তুলিতে আমার দু’চোখে —

তুমি ভালোবেসে সুখসমুদ্র এঁকো।

সেখানে যেন কোনো দুঃখের ঢেউ আছড়ে না পড়ে।

যদি কখনও দুঃখের অশ্রুবিন্দু মুক্তোর মতো

জ্বলজ্বল করে ওঠে—-

তোমার তুলির ছোঁয়ায় চিরতরে তা মুছে দিও।

তোমার স্বপ্নিল ভাবনায় ইচ্ছে মতো সাজিও আমায়,

ভালোবাসার পটভূমিতে, বিশ্বাসের নির্যাস নিংড়ে–

তোমার চিত্রকর্মে আমাকে প্রাণবন্ত করে তুলো।

তোমার আবেগহীন আঁচড়ের সেই চিত্রকর্মে

আমি হাজারো বছর থমকে থেকে যেতে চাই।

≡≡≡≡≡≡≡≡

কবি পরিচিতঃ

পপি প্রামানিক সহকারী শিক্ষক, স্বামীঃ বিশ্বজিৎ সাহা, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় আমার বাস। দুইজন রাজকন্যাসহ শ্বাশুড়ি মাকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট পরিবার। ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি বিশেষ ভালোবাসা ছিল। বর্তমানে অন লাইন ভিত্তিক বিভিন্ন গ্রুপে লেখালেখির সাথে আছি। সেগুলো লেখা হয় কিনা তা একমাত্র পাঠকই ভালো বলতে পারবেন। সবাই আশীর্বাদই একান্ত কাম্য।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*