আসছে নববর্ষ

-রূপালী গোস্বামী

♦♦♦♦♦♦♦♦♦

আকাশটাতে নীল ধরেছে,

ধোঁয়া শীতল হাওয়া,

বৃষ্টিরানী সব দিয়েছে আর কিছু নেই চাওয়া,

নববর্ষের সুর বেজেছে, শিশিরে ভেজা ঘাসে,

আকাশ বাতাস ভরিয়ে দিল নববর্ষের আনন্দে।

নতুন বছর আসছে ঘরে আর নেই বেশি দূর,

চারিদিকে ঝলমলিয়ে সোনালী রোদ্দুর।

বাঁকা নদীর ঢেউয়ের ছন্দে যাদের ছবি ভাসে,

নববর্ষে তাদের গলায় ভাটিয়ালি গান ভাসে আকাশে বাতাসে।

ভেসে যাবে পানসি নিয়ে মেঘের মতো না জানি কোন দেশে।

ফুলেরা সব উঠবে হেসে খুশির তালে,তালে,

আসছে নববর্ষ এক হও সকলে।

♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি –

নাম – রূপালী গোস্বামী, পিতা – স্বর্গীয় প্রাণ গোপাল গোস্বামী, মাতা – স্বর্গীয় রেবা গোস্বামী। স্বামী – শ্রী জয়ব্রত ভট্টাচার্য, ঠিকানা- টালিগঞ্জ । Artist drawing Gold Medelist. নিজস্ব আঁকার স্কুল আছে। দেশ – বিদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে কবি হিসেবে যুক্ত । online ও offline এ নিয়মিত লেখা প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে এবং বিভিন্ন স্থান থেকে বহু সম্মাননা ও উপাধি সম্মানে ভূষিত হয়েছেন। বিশ্ব বঙ্গের বিভিন্ন পত্র পত্রিকা থেকে বিভিন্ন সংবর্ধনা ও সম্মান এবং উপাধি প্রাপ্ত হয়েছে। বিভিন্ন সাহিত্য সংস্থা থেকে বহু শংসাপত্র, মেডেল,মেমেণ্টো, স্বর্ণপদক, রৌপ্য পদক, মানপত্র প্রাপ্তি হয়েছে। কবির প্রকাশিত গ্রন্থ ‘কাব্য মঞ্জরী ‘, আকাশ কুসুম, অনুভব। বিভিন্ন T.V. channel a সাহিত্য চর্চা নিয়ে অংশগ্রহণ। নিজের লেখা কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, Voice নিয়ে গোয়েন্দা গল্প নাম ব্ল্যাকমেল Teleflim রিলিজ হয়েছে। নিজের নামে My Stamp এবং ” কিছু কথা কিছু স্মৃতি ” নামে একটি Documentary প্রকাশিত হয়েছে। Bengal National Award 2021 , Best Achievers Award 2022 ,west Bengal. প্রাপ্তি হয়েছে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*