নববর্ষ
-সত্যজ্যোতি রুদ্র
⇔⇔⇔⇔⇔⇔⇔
আসুক বর্ষ নবীন সাজে
বুক ফুলিয়ে আসুক,
আসুক ঘিরে শান্তির নীড়ে
খিলখিলিয়ে হাসুক।
দূর হয়ে যাক মনের গ্লানি
হিংসা -হানাহানি,
দূর হয়ে যাক অসুর বৃত্তি
হত্যা রাহাজানি।
সমূলে সব উৎপাটন হোক
ধর্মান্ধতার ক্লেদ,
দূর হয়ে যাক কূপমণ্ডূকের
অজ্ঞানতার খেদ।
সাফ হয়ে যাক নোংরা সমাজ
অসৎ নীতির ধারা,
করাল স্রোতে ভেসে যাক সব
কুলাঙ্গারের চারা।
বিভেদ বাণীর অবসান হোক
বর্ষ বিদায় রাতে,
সাম্যের জয়গান গেয়ে উঠুক
নতুন ভোরের সাথে।
নারী -পুরুষ জেগে উঠুক
স্বমহিমায় সবে,
আত্মগ্লানির নরক জ্বালা
ভস্মিত হোক তবে।
ন্যায়পরায়ণ সুশীল সমাজ
জেগে উঠুক সবে,
অচল-অসার জাতির বিধান
বিচূর্ণ হোক তবে।
সুন্দর ভুবন গড়তে আসুক
মানব প্রেমিক সাথী,
একে অন্যের সুখ-স্বাচ্ছন্দ্যে
থাকুক সদা মাতি।
সুখের বাতাস বয়ে চলুক
জীবন ধারাপাতে,
দিকে দিকে আলোর প্রদীপ
জ্বলুক দিবস-রাতে।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
কবি সত্যজ্যোতি রুদ্র, সহকারী শিক্ষক গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। কাব্য গ্রন্থ–রুদ্র কথা। জেলা-কক্সবাজার।