অলৌকিক যান

-গণেশ পাল

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

অলৌকিক যানে যদি

চলতে শুরু করি —-

পেছনে ফিরে তাকালে কী দেখা যায় ?

অলৌকিক যানে যদি

উড়তে শুরু করি —-

নিচে মাটির সম্পর্ক হারিয়ে যায় ।

অলৌকিক যানে যেতে

কোন বয়স‌কাল লাগে না —–

চাঁদের পৃথিবী আসে হাতের মুঠায় ।

অলৌকিক যানে কভু

জলপাহাড়ে সিক্ত হলে —-

হৃদয়ের বোধন হয় অনন্ত ধারা ঝরনায় ।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল ,জন্মস্থান :১০৫০ সালের ০২ জুলাই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে জন্মগ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা :১৯৭২ সালে বিএ পাশ করি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদ থেকে অবসরে যাই । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি। আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি : কাব্যগ্রন্থ ১ টি,গল্পগ্রন্থ ৬ টি ও উপন্যাস ৩ টি ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*