পাতায় পাতায়
-কাজী সেলিনা মমতাজ শেলী
≡≡≡≡≡≡≡≡≡≡≡
পাতায় পাতায় ভরেছে তাইতো বৃক্ষ দিয়েছে ছায়া,
মাটির ভালোবাসা, এই রাস্তা আহা কি যেন মায়া।
রবির কিরণের মতো বৃক্ষের ছায়া মনের কত আনন্দ,
উদাস বাতাস তুমি দিয়ে যাও, একরাশ সুরের ছন্দ।
কানন হারা ফুলগুলো পথের ধারে কাঁদে বারে বার,
ঊষার কোলে ঢলে পড়েছে সে কান্না যেন শতবার।
ক্লান্ত দুপুরে কাননে ফুলের তন্দ্রা এলো কে বাজায় বাঁশি
ফুলের রূপে ভরেছে ভুবন আর সুবাস যেন রাশি রাশি।
সুধার সাগরে ঢেউ গুলো যেন আজ মন মরা যে হয়েছে,
ব্যাকুল হৃদয়, জানা গেল না সাগরকে আজ কে বকেছে
সুপ্রভাত যখন আলো ছড়ায় পাখিরা যে আনন্দ করে,
অমৃতময় প্রভাত আলো এনেছে প্রাণময়ী ভুবনে ভরে।
শতদল ঘুম ভেঙ্গেছে কি তোমার দেখ এসেছে প্রভাত,
ফুলের সুবাসে ভরে যাক, তব মৃদু সৌরভে দু’টি হাত।
≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতিঃ
কাজী সেলিনা মমতাজ শেলী, গৃহিনী,,,কপিলমুনি বাজার খুলনা,বাংলাদেশ।