রাতের আকুলতা

-গণেশ পাল

∼∼∼∼∼∼∼∼∼∼

ঘুমহীন রাতের ভালোবাসারা যদি

পৃথক করে দেয় কোনো অবকাশ

তবে কোন্ নিসর্গে ছড়ায় স্বপ্নের ঘ্রাণ

মধুপক্ষের নিরীক্ষে আকন্ঠ আমার ?

জানি না আমি । ভালোবাসার জন্য

একরাশ প্রতীক্ষার নগ্নপ্রান্ত পেরিয়ে আমি

কীসব খুঁজি স্পর্শের অতল সমুদ্রে তবু !

তাও জানি না । ভালোবাসার জন্যই

কেবল জানি অজ্ঞাত কোনো গোলাপ

কেবলই আকুল করে মনের গভীরে

ঘুমহীন ভালোবাসার বিলাসী স্বপ্নে ।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল জন্ম ও জন্মস্থান :১৯৫০ সালে ০২ জুলাই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে জন্মগ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২ সালে নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাশ করি । কর্মজীবন :১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদ থেকে অবসরে যাই । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি। আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি — ১টি কাব্যগ্রন্থ ,৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*