অহংকার
-রঞ্জন ঘোষ
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
মেঘের আড়াল থেকে অবশেষে সূর্যদেব দিলো উঁকি,
সূর্যদেবকে মনে হলো মিচকে মিচকে যেন হাসছে,
যেন তিনি বলছেন, কি আমাকে আর ঢাকবে তুমি?
মেঘগুলোকে মনে হলো যেন ঠোঁট ফুলিয়ে কাঁদছে।
কতক্ষণ আর আড়াল করে বলো রাখবে তাকে?
তাকে আড়াল করে পৃথিবী করেছিলে অন্ধকার,
গর্বে তোমার বুকটা তাই ফুলে গিয়েছিলো তখন,
গর্জন করে ক্ষমতা প্রদর্শন করছিলে তুমি বারবার।
কিছু সময় পরে থেমে গেলো তোমার সকল অহংকার,
সূর্যের আলো চারিদিকের সকল অন্ধকার মুছে দিলো,
মনের দুঃখে কেঁদে ফেললে তাই বুঝি অবশেষে তুমি,
তোমার অহংকার বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝড়ে পড়লো।
যার দয়ায় তোমার সৃষ্টি কি করে যাও বলো তাকে ভুলে,
তার ভালোবাসাকে, স্নেহকে তুমি দুর্বলতা ভেবেছিলে,
তাই বুঝি মনে জেগেছিলো তোমার এতো অহংকার?
তুমি তোমার সামর্থ্যকে তাই বোধহয় ভুলে গিয়েছিলে।
মেঘ-বৃষ্টির এই খেলা দেখে সূর্যদেব হাসে মিটিমিটি করে
কোন ক্রোধ নয় তাকে শুধু শিশুর বাৎসল্যতা মনে করে,
সন্তানের দুষ্টুমি দেখে পিতা-মাতার যেমন অনুভূতি জাগে,
তোমার প্রতি তার হৃদয়ে অগাধ স্নেহ মমতা ঝড়ে পড়ে।
মেঘের আড়াল থেকে অবশেষে সূর্যদেব দিলো উঁকি,
সূর্যদেবকে মনে হলো মিচকে মিচকে যেন হাসছে,
যেন তিনি বলছেন, কি আমাকে আর ঢাকবে তুমি?
মেঘগুলোকে মনে হলো যেন ঠোঁট ফুলিয়ে কাঁদছে।
কতক্ষণ আর আড়াল করে বলো রাখবে তাকে?
তাকে আড়াল করে পৃথিবী করেছিলে অন্ধকার,
গর্বে তোমার বুকটা তাই ফুলে গিয়েছিলো তখন,
গর্জন করে ক্ষমতা প্রদর্শন করছিলে তুমি বারবার।
কিছু সময় পরে থেমে গেলো তোমার সকল অহংকার,
সূর্যের আলো চারিদিকের সকল অন্ধকার মুছে দিলো,
মনের দুঃখে কেঁদে ফেললে তাই বুঝি অবশেষে তুমি,
তোমার অহংকার বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝড়ে পড়লো।
যার দয়ায় তোমার সৃষ্টি কি করে যাও বলো তাকে ভুলে,
তার ভালোবাসাকে, স্নেহকে তুমি দুর্বলতা ভেবেছিলে,
তাই বুঝি মনে জেগেছিলো তোমার এতো অহংকার?
তুমি তোমার সামর্থ্যকে তাই বোধহয় ভুলে গিয়েছিলে।
মেঘ-বৃষ্টির এই খেলা দেখে সূর্যদেব হাসে মিটিমিটি করে
কোন ক্রোধ নয় তাকে শুধু শিশুর বাৎসল্যতা মনে করে,
সন্তানের দুষ্টুমি দেখে পিতা-মাতার যেমন অনুভূতি জাগে,
তোমার প্রতি তার হৃদয়ে অগাধ স্নেহ মমতা ঝড়ে পড়ে।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
আমি রঞ্জন ঘোষ। দক্ষিণ কলকাতার বেহালায় থাকি। কবিতা আমার প্রথম প্রেম। ছোটবেলা থেকেই কবিতা লেখায় হাতে খড়ি। আমি ফেসবুকে অনেক পরিবারের সাথে যুক্ত। আমার তিনটি একক কবিতার বই প্রকাশ পেয়েছে। সেই গুলো হলো ১) প্রেমের ঝর্ণাধারায় ২) লকডাউনের ডায়েরী ৩) জীবন তরী আমি প্রতিদিন কমপক্ষে একটা করে কবিতা লেখার চেষ্টা করি। যতোদিন বাঁচবো ততোদিন লিখে যাবো। আপনাদের সকলের ভালোবাসা কামনা করি। ধন্যবাদ।
খুব ভালো লাগলো কবিতার পাতাার লেখা গুলো পড়ে।
কবিতার পাতায় নিজেই নিজেকে হারিয়ে ফেলি। আপনাদের অশেষ ধন্যবাদ জানাই।