দূর পাগল

-বৃন্দাবন ঘোষ

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

সেজন্য এত?

একেবারে মরণ!

দূর দূর দূর পাগল।

কেন এই অন্ধতা!

কিসের মোহ!

দূর দূর দূর পাগল।

এমন ঘটে।

নতুন নয়।

কেউ সামাল দেয়

কেউ পারে না।

বোকা কোথাকার

গোলোক ধাঁধায়

ঘুরে মরিস!

ছাড় ওসব!

দূর দূর দূর পাগল।

সেজন্য এত?

খুব সুখ পেতিস?

স্বর্গও?

এ মায়া।

এ মরীচিকা।

তখনই বোঝা যায় না।

তবুও মজে থাকবি!

দূর দূর দূর পাগল।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি:

১৯৬৬ সালের ৩রাএপ্রিল পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার করমা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে কবির জন্ম হয়।পিতার নাম, পশুপতি ঘোষ, মাতা,গৌরীবালাদেবী।চৌদ্দ বছর বয়সে কবির কাব্য সাধনার শুরু।তার পর নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন। এছাড়াও সংযম, সন্নীতি, সচ্চরিত্রতা নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে করে চলেছেন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*