পৃথিবীর প্ল্যাটফর্ম
-অন্নপূর্ণা দাস
≈≈≈≈≈≈≈≈≈
আজ তরুলতা পৃথিবীর প্ল্যাটফর্ম থেকে ছুটি নিলো,
ঘড়ির সময় বিকেল ৫-৪৫ মিনিট,
আজ আর ঘুম থেকে ওঠার তারা নেই ঘরদোর আগোছালো,
চারিদিকে ছড়িয়ে আছে নিত্য ব্যবহার্য জিনিসপত্র,
তবুও মন বলে কার খোঁজ করতে চায় আত্মা
ভুল ও ঠিক এর বিচার শেষ,
সংসারতো দোষ আর গুণের সমাহার
তবুও পিছনে কে যেন কাঁদছে সবাই চেনা পরিচিত,
তাহলে সে কে?
যার কান্না তার পথে বাঁধা হয়ে দারিয়েছে,
কে সে?
কিছুতেই মনে করতে পারছেনা,
এ যে আত্মার সাথে যোগ,
তার সকল কাজের প্রেরণা শক্তি
গোপন না বলা কথা কল্পনার প্রেম ভালোবাসা ছবি ভেসে ওঠে
তাহলে কি,
সেও ভালোবেসেছিলো কই সে তো জানতে পারেনি,
সব সময় দূরত্ব বজায় রেখেছিলো তাহলে কিসের টান,
যে পথ আটকে দিচ্ছে বারেবারে তাকে
আবার ফিরতে বলছে সাহিত্যটা সম্পূর্ণ করতে ||
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি অন্নপূর্ণা দাস একজন গৃহবধূ। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বসবাস করি। লেখালেখি করতে ভালোবাসি।