পারিজাতের শোভা

-পুষ্পিকা সমাদ্দার

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কল্পনার জগতে বিস্তৃত এই

পারিজাতের শোভা,

নামনা জানা এই পুষ্প

অনুভবে লাগায় প্রভা ।

পারিজাতের সুর্দশন ছবি

স্বর্গের আঙিনায়,

সেই পুষ্পের উজ্জ্বলতা

কেবল সেথায় মানায়।

অদৃশ্য এই ফুলের সুরভীতে

মন যে মাতায়,

প্রতিটি শাখা ছড়িয়ে রেয়েছে

কী সবুজ পাতায়?

কিরূপ বর্ণ তার দ্বন্দ্ব

জাগে অহরহ মনে,

পারিজাত ফুলের নাম

শ্রবণে মনটা টানে।

শ্বেত বর্ণের কুসুম নাকি

রঙিন সেই ফুল,

নামেই রহস‍্য লুকিয়ে

ভাবনায় হই আকুল।

সংশয় হয় কেবল এই

পারিজাত ফুল নিয়ে,

পরলোকে অভ‍্যর্থনা

হয় বোধ করি এই পুষ্প দিয়ে।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি–:

আমি পুষ্পিকা সমাদ্দার, অতি সাধারণ গৃহবধূ,ভালো লাগে কবিতা লিখতে ও পড়তে গান শুনতে।বেশিরভাগ সময় সাহিত‍‍্যচর্চায় মাধ‍‍্যমে দিন অতিবাহিত হয়,সমাজ সেবামূলক কাজ করতে ভালো বাসি। আমার একটি ছোট্ট সংস্থা আছে,যার নাম কেদারনাথ মেমোরিয়াল স‍‍‍োসাল রিলিফ সোসাইটি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*