প্রচন্ড গরম
-শিবানী সাহা
«»«»«»«»«»«»«»«»«»
জ্যেষ্ঠ্য মাসের তপ্ত দুপুর
গরম বাতাস বয়,
পথচলতি মানুষগুলোর
দারুন কষ্ট হয়।
চাষের জমি ফুটিফাটা
নেইকো কোথাও বৃষ্টি,
মন চাইলেও ঝরবে না সে
এটাই বিধাতার সৃষ্টি।
নদীনালা পুকুর দেখি
শুকিয়ে গেছে সব,
বৃষ্টি চাই বৃষ্টি দাও
চারিদিকে রব।
গরমেতে ধুঁকছে আজ
পথের যত পশু,
প্রাণ ছটফট কষ্টে আছে
গৃহহারা শিশু।
ক্লান্ত পথিক দুপুর বেলা
খোঁজে বটের ছায়া,
ঘেমে নেয়ে কৃষক খাটে
দেখলে লাগে মায়া।
দিন এনে দিন খাওয়া
মানুষগুলো পথে,
ক্লান্ত দেহে দিনের শেষে
ফেরে কোনমতে।
«»«»«»«»«»«»«»«»«»
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমি একজন সাধারণ গৃহবধু। কবিতা লিখতে ও পরতে ভালোবাসি। আমার কবিতা পড়ে কারও ভাল লাগলে সেটাই আমার পরম প্রাপ্তি।