বানের টানে
-গৌর গোপাল পাল
≡≡≡≡≡≡≡≡≡≡≡
জ্যৈষ্ঠ মাসেই ডেকেছে বান
ভাসলো বাড়ি ঘর!
কোথায় যাবো কে দেবে স্থান
সবাই ভাবে পর!!
খাবার দেবে আশ্রয় দেবে
সেই জন কে আছে!
সবাই চাইছে চুষে নেবে
যাবো বা কার কাছে!!
জোতের ফসল সব গিয়েছে
বানের জলে ভেসে!
বাড়ি ও ঘর সব নিয়েছে
কেউ দেখে না এসে!!
ছেলে-বৌয়ের মুখের খাবার
সব কেড়েছে বান!
বাঁধবো কোথা বাসা এবার
প্রাণ করে আনচান!!
≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতিঃ-
কবি গৌর গোপাল পাল।ভারতেবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর থানার বাকুল গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। পিতা- দুকড়ি পাল। মাতা- ফুলেশ্বরী পাল। জন্ম- ১৩৬০ বঙ্গাব্দের ১৩ ফাল্গুন, বৃহস্পতি বার। সাহিত্যের বিভিন্ন শাখায় অবাধ বিচরণ। দেশ-বিদেশ মিলিয়ে পাঁচ-সাতশো পত্র-পত্রিকায় লেখালিখি। ভারত ছাড়াও বাংলাদেশ,ইংল্যাণ্ড,আমেরিকা,ফ্রান্স, কানাডা, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে লেখা প্রকাশিত হয়েছে। পাঁচখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে এই কবির। দেশ,বিদেশ থেকে নানা সম্মানে সম্মানিতও হয়েছেন।