পিনোন হাদি

-জয়সেন চাকমা

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

আমি চাকমা নারী

পিনোন-হাদি আমাদের পোশাক

এটি আমাদের ঐতিহ্যবাহী

পিনোন-হাদি আমাদের জুম্ম পোশাক।

পিনোন-হাদি আমাদের রীতি

এটি আমাদের সংস্কৃতি

এটি আমাদের জাতির চিহ্ণ

এটি আমাদের স্মৃতি।

পিনোন সাজায় আমরা আলামে

সামুলেল ফুল আর বিভিন্ন ফুলে সাজিয়ে

জুমে চাষ করা কার্পাস তুলার সুতাতে

ফুলের নকশায় বুনন করি বেইনে।

চাকমা নিদর্শন এই পোশাক

ইতিহাসে রাখবো গেঁথে

পিনোন-হাদি আমাদের ঐতিহ্যতে

প্রতিটি চাকমার মিশ্রিত হৃৎস্পন্দনে।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

কবি জয়সেন চাকমা ঠিকানা: কিরণ কার্বারী পাড়া ব্যাঙমারা গ্রাম, মাটিরাঙ্গা উপজেলা , খাগড়াছড়ি জেলা। শিক্ষা: মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত (২০২২) গ্রন্থ: স্বপ্নময় ডায়েরী যৌথ কাব্য গ্রন্থ(২০২২ বইমেলা) ইতিবাচক মানুষ হতে চাই। বেঁধে রাখতে চাই সাহিত্যকে, বেঁধে রাখতে চাই জাতিকে। যথাযথ মানুষ হয়ে বাঁচতে চাই জগতে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*