বেঁচে আছে আমার ঈশ্বর
-চিন্ময় বিশ্বাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅
একমুঠো যন্ত্রণায় ডুবে শব্দেরা হাবুডুবু খায়,
কাগজের বুকে প্রতিষ্ঠা খোঁজে!
ঠিক তখনই গোধূলির শেষ রোদ মেখে
জীবন যুদ্ধে প্রতিনিয়ত প্রাপ্তবয়স্ক হয়ে উঠি।
অদৃশ্যমান ঈশ্বরের মাটিতে পা রাখতে চায় না,
তবে কি আমি অন্ধ অ্যাগনিস্ট ?
রক্তবীজে মিশে আছে গভীর সংকট,
তবুও কি ধুয়ে দিতে পারে শ্রাবনের মেঘ নোনা অভিমান?
তাই কোনো ধর্ম-জাতির দোহাই দিয়ে নয়,
দু’মুঠো ক্ষুধার অন্নে দেখি আমার অন্তরে
বেঁচে আছে আমার ঈশ্বর!
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতিঃ
চিন্ময় বিশ্বাস, পশ্চিমবঙ্গ গোয়াবাড়ী নদীয়া।জীবনানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল,শরৎচন্দ্র এর লেখা অত্যন্ত প্ৰিয়।