আমি তোমার কদর খুঁজি না

-বৃন্দাবন ঘোষ

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

আমি তোমার কদর চাই নি

একথা আগেও বলেছি এখনও বলছি।

এক সময় আমায় ভালোলেগেছিল তোমার,

কদর দিয়েছো ।

সে সময় পেরিয়ে গেছে

ঝড়-বৃষ্টির মধ্য দিয়ে

শীত-গ্রীষ্মের মধ্য দিয়ে।

গঙ্গা নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে।

কদর আর তোমার কাছে আশা করি না

আমি জানি কদর চাইলেই অনাদর পাব।

ঋণের কথা বললেই সাত কুড়ি

কথা শুনতে হবে।

মুখটা বাংলার পাঁচ করে

এক সম্পূর্ণ অচেনা মুখ করতে পার।

তোমার কাছ থেকে কৃতজ্ঞতা

আশা করা মানে অপদার্থ বনে যাওয়া।

কে কদর করবে কে কদর করবে না

আমার বেশ জানা,

আমার অন্তরই বলে দেবে

তার মন,মানসিকতা,

তার তুচ্ছ তাচ্ছিল্য করা।

কদর চাইতে হয় না

সে মুক্তোর মতো ঝরে পড়ে।

তেমন কদরে জীবন ধন্য হয়ে যায়।

মনে হয় সত্যিই কারো জন্যে কিছু করেছি।

আমি অনেক দিলেও প্রত্যাশা একদম করি না,

ক্ষণভঙ্গুর জিনিসে লোভ নেই।

আমি তোমার কদর চাই নি

আমি তোমার কদর খুঁজি না।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

কবি ১৯৬৬সালের ৩রা এপ্রিল পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার করমা গ্রামে জন্মগ্রহণ করেন। এ যাবৎ কবির একটি ছড়ার বই এবং পাঁচ টি গল্পের বই প্রকাশিত হয়েছে।

 

 

 

2 thoughts on “আমি তোমার কদর খুঁজি না -বৃন্দাবন ঘোষ

    1. হাঁ ভিডিও করা যাবে। তবে তা করে ফেসবুক গ্রুপেই আপলোড করে শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*