নতুন সূর্য কত দূরে?

-প্রদীপ কুমার মাইতি

≡≡≡≡≡≡≡≡≡≡≡

দিনের আলো রাতের চেয়ে ও অন্ধকার।

তবু সূর্য উঠবেই।

ক্লান্ত ভবঘুরে পেটে ক্ষুধার আগুন নিয়ে রেস্টুরেন্টের সামনে শূন্য হাতে দাঁড়িয়ে থাকলেও,

ওঁৎ পেত থাকা শকুনের কামনার ক্ষুধায় মা বোনের ইজ্জত লুঠ হলেও,

মুচি মেথর ডোমের গায়ে অস্পৃশ্যতার কাঁটা তারের আঁচড়ে তাদের বুকে যন্ত্রণা থাকলেও,

নিরন্ন মানুষের উনুনের হাঁড়িতে চাল না থাকলেও,

সমাজের রন্ধ্রে রন্ধ্রে বারুদের গন্ধ জানান দিলেও,

স্বার্থের লোভে অপচ্ছন্দের মানুষ গুলো দুর্বৃত্তদের হাতে খুন হয়ে যাওয়া তালিকা আরো দীর্ঘ হলেও,

খুন হয়ে যাওয়া নিথর শিক্ষকের হাতের মুঠোয় রক্তমাখা কলম ধরা থালেও,

বুলেটে ঝাঁজরা হয়ে যাওয়া আইন শৃঙ্খলা রক্ষা করি উর্দিধারী পুলিশের স্পন্দনহীন দেহ পিচ্ছিল রক্তে পড়ে থাকলেও সূর্য উঠবেই।

সূর্য উঠবে সব কিছুকে ভুলিয়ে দিতে।

সূর্য কে উঠতেই হবে প্রতিদিন ভোরে।

নতুন সূর্য কত দূরে?

≡≡≡≡≡≡≡≡≡≡≡

‌কবি পরিচিতি-

আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরী থানর গ্রাম কামদেবনগর পোস্ট কলাগেছিয়া এর বাসিন্দা। একটা সময়ে কবিতা লিখতাম। কবিতাকে ভালো বাসতাম। বিভিন্ন ঘাত প্রতিঘাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। অভাবের তাড়নায় কলেজের গন্ডিও পেরোতে পারিনি। প্রচণ্ড দারিদ্র্যতার মধ্যে উচ্চমাধ্যমিক পাস করেছি।আজ জীবন অবসরে অতীত অভ্যাসকে সঙ্গী করে আবার লেখা শুরু করেছি। মনের মাঝে লুকিয়ে রাখা কষ্ট দুঃখ কান্না ব্যাথা গাঁথা স্মৃতিময় কথা গুলোকে নিজের মত করে লিখি মাত্র।হয়তো আমার লেখাতে কোন গভীরতা নেই,ঝর্নার মতকোন গতিও নেই,নেই কোন ছন্দমিল অন্তমিল। তবুও আজ লিখতে বড় ভালোলাগে। অনলাইন পত্রপত্রিকায় টুকটাক লেখালেখি করি।শোষনহীন সমাজের স্বপ্ন দেখি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*