ফেলে আসা দিনগুলো
-মাই ফেয়ার চৌধুরী
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখার সময়কাল-৩০-০৯-২০২১
এখানে ফেলে এসেছি স্বর্ণালী দিন,
এখানে আমার সোনালী অতীত
এখানে শৈশব-কৈশোর-যৌবন।
এখানে আমি হারিয়েছি বার বার,
এখানের ধুলো মাটি মাখা দেহ মন গড়া আমার।
এখানে হারিয়ে ফেলেছি দুরন্তপনা!
দূরের দুপুরে ক্লান্ত শরীরে পুকুরে ঝাঁপ দেয়া।
প্রতিবেশীর বাগানে দিয়েছে হানা,
খেয়েছি তাড়া,হয়েছি পাড়া ছাড়া।
দুষ্টু ছেলের দল কার না জানা,
বিকেল হলে দলবেঁধে খেলার মাঠে আত্মহারা।
পরাজিত হয়ে দুঃখিত হয়েছি বহুবার,
জয়ের হাসা হেসেছি অগণিত বার।
এখানে মোর প্রভাত রবি,ডানা মেলে ঘর ছাড়া,
এখানে স্বপ্নবোনা স্বপ্নের পাখায় উড়া।
এখানে স্বপ্ন দেখা স্বপ্ন ভাঙ্গা,
এখানে ভুল করেছি অগণিত বার।
এখানে দুঃখ সুখের কত পথ চলা,
এখানে মোর আনন্দ হাসি বিষন্নতা ঘিরে ধরা।
এখানে মায়ের শাসন বারণ আদর ভালোবাসা ভরা।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী , মাতা-লায়লা বেগম, পিতা-রমজু চৌধুরী, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা, পুলিশ স্টেশান -ডবলমুরিং, ডাকঘর-বন্দর, জিলা-চট্টগ্রাম। ফেসবুক বন্ধুদের অনুপ্রেরণায় লেখার হাতেখড়ি। বাস্তবতা ও পারিপার্শ্বিক অন্তর দৃষ্টিতে দেখা অনুভূতি গুলোকে কবিতার আকারে রূপ দেওয়ার প্রচেষ্টা। ভ্রমণ,ছবি তোলা গান শোনা ও চুকিয়ে আড্ডা মারা প্রিয়।