পৃথিবী ছেড়ে

-মোঃ হাসানুজ্জামান

≈≈≈≈≈≈≈≈≈≈≈

নশ্বর প‍ৃথিবী ছেড়ে যেদিন বন্ধু চলে যাবো

কোন এক নির্জন নিলয়ে।

সে দিন হয়তো মনে হবে

বন্ধু ছিলাম আমি তোমাদের মাঝে।

আঁখি জল ঝরবে কি না জানিনা

অধীর আগ্রহে প্রতীক্ষা করবে কি না জানিনা

শুধু জানি

বন্ধু ছিলাম আমি তোমাদের মাঝে।

কোন এক বিকেলে আমাকে স্মরণ করবে কি না

ক‍্যাম্পাসে আমায় খুঁজবে কি না

জানিনা – শুধু জানি

বন্ধু ছিলাম আমি তোমাদের মাঝে।

রাত্রির নীরবতা সবাইকে গ্রাস করবে

স্মরণের জানালা বন্ধ হয়ে আসবে

স্বপ্নে আমি আসবো কি না জানিনা

শুধু জানি-

স্মৃতিতে থাকবো আমি তোমাদের মাঝে।

পরীক্ষার ব‍্যস্ততায় ভুলে থাকলেও

রেজাল্ট সীটে আমার রোল খুঁজবে কি না

জানিনা মনের পাতায় ভাসবো কি না সবার।

শুধু জানি-

বন্ধু ছিলাম আমি তোমাদের মাঝে।

এখন যেমন আছি তেমন করে।

তোমাদের মাঝে থাকতে ইচ্ছে করে

অনন্ত কাল প্রিয় বন্ধু হয়ে।

তবুও যেতে হবে প্রকৃতির ডাকে

কোন এক রাঙ্গা গোধূলি লগ্নে

সকল মায়া মমতার বন্ধন ছিন্ন করে

সবুজে ঘেরা সুন্দর পৃথিবী ছেড়ে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

নাম : মোঃ হাসানুজ্জামান, গ্রাম: রাধাকান্ত পুর, পো: বেরিলা বাড়ি, থানা: লাল পুর, জেলা : নাটোর, পেশা : প্রভাষক (ভূগোল ও পরিবেশ)

 

 

1 thought on “পৃথিবী ছেড়ে -মোঃ হাসানুজ্জামান

  1. অসাধারণ লিখেছেন বড়ভাই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*